ফেসবুকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুর গুজব নিয়ে ক্ষুব্ধ স্বয়ং সন্ধ্যা ও তার বাড়ির লোক। সোশ্যাল মিডিয়ায় এমন গুজব ছড়ানোকে চক্রান্ত বলে মনে করছেন তারা।
প্রসঙ্গত, সম্প্রতি ফেসবুকে দেখা যায় নানা ধরণের শোকজ্ঞাপন। কেউ কেউ লিখেছেন, 'তীরবেঁধা পাখি আর গাইবে না গান' বা 'চলে গেলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়-আমরা শোকাহত'।
এ ব্যাপারে লেক গার্ডেন্সের বাড়িতে ৮৫ বছরের গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় বলেন, আমি ভালো আছি। কে বা কারা আর কেনইবা এরকম রটালো বুঝতে পারছি না। আমি ব্যাথিত।
এদিকে, চল্লিশ বছর ধরে সন্ধ্যা মুখোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারীর দায়িত্ব পালন করছেন স্বপন মুখোপাধ্যায় বলেন, 'খুবই বিশ্রী ঘটনা। সন্ধ্যাদি ভালো অাছেন এবং সুস্থ অছেন। অথচ ওনাকে ঘিরে ফেসবুকে চলছে নানা রটনা। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি মনে করি এর পেছনে নিশ্চই কোনো চক্রান্ত আছে। পুলিশকে আমরা সব জানিয়েছি। তারা তদন্তের আশ্বাস দিয়েছেন।'
বিডি-প্রতিদিন/২৮ জুন, ২০১৭/ওয়াসিফ