জনপ্রিয় তারকা অভিনেত্রী, মডেলদের নিয়ে এসএ টিভির এবারের ঈদে বিশেষ আয়োজন 'কালারস অব ড্যান্স'। ২৫জন তারকার অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কামরুজ্জামান রঞ্জু।
'কালার অব ড্যান্স' এ অংশ নিয়েছেন মডেল-অভিনেত্রী সাফা কবির, তানজিন তিশা, পিয়া বিপাশা, মিশু সাব্বির, মৌসুমী হামিদ, সারলিনা, আসাদ, আম্রিন, ইশানা, বাঁধন, টয়া, তন্ময়, লিয়ানা লিয়া, ফয়সাল, লামিয়া, বৃষ্টি ইসলাম, শুভা, তমা মির্জা, ইমি, সোহানা সাবা, নিসা, সামিয়া, শানু, লাবণ্য, অবনী।
এসএ টেলিভিশনে ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন রাত ৮টা ২০ মিনিটে অনুষ্ঠানটি প্রচার হবে।
বিডি প্রতিদিন/৩০ জুন, ২০১৭/ফারজানা