কণ্ঠনালীর সমস্যায় ভুগছেন ব্রিটিশ সংগীতশিল্পী অ্যাডেল। এ জন্য লন্ডন শহরে আয়োজিত নিজের দুইটি কনসার্ট বাতিল করে দিয়েছেন। শুক্রবার রাতে অ্যাডেলে তার কণ্ঠনালীর সমস্যার কথা এক দীর্ঘ টুইটার পোস্টে জানান। অ্যাডেলের ভোকাল কর্ড ক্ষতিগ্রস্থ হয়েছে। এজন্য চিকিৎসক তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
আজ শনিবার ও আগামীকাল রবিবার লন্ডনে ওয়েম্বলি ফুটবল স্টেডিয়ামে এক লাখ ৮০ হাজার শ্রোতা-দর্শকের সামনে অ্যাডেলের গান গাওয়ার কথা ছিল। পূর্বনির্ধারিত শো দুটির সব টিকিটই আগেই বিক্রি হয়ে যায়।
হঠাৎ শো বাতিল করায় ভক্তদের দুঃখপ্রকাশ করেছেন অ্যাডেল। টুইটারে বিশ্বখ্যাত এ গায়িকা লিখেছেন, চিকিৎসক বলেছেন কিছুতেই আমি আর এ সপ্তাহে গাইতে পারবো না। আমি আপনাদের খুব ভালোবাসি। শো বাতিল করতে বাধ্য হওয়ায় আমি দুঃখিত। এটা করায় আমার খুব কষ্ট হচ্ছে। সূত্র : সিএনএন ও বিবিসি
বিডি প্রতিদিন/১ জুলাই, ২০১৭/ফারজানা