একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সংগীত গবেষক ড. করুণাময় গোস্বামী (৭৪) আর নেই। শুক্রবার দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস-এর নিজ বাসায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন, বন্ধু ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
গত বৃহস্পতিবার থেকে বিশিষ্ট এই সংগীত গবেষক জ্বরে ভুগছিলেন বলে জানিয়েছেন তার আত্মীয় সৌরভ ভট্টাচার্য।
আমেরিকা ও কানাডাপ্রবাসী তার দুই সন্তান দেশে না থাকায় করুণাময় গোস্বামীর মরদেহ রাজধানীর পান্থপথের শমরিতা হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। ওই দুই সন্তান দেশে ফিরলে এই সংগীত গবেষকের শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
১৯৪২ সালের ১১ মার্চ ময়মনসিংহের গোসাই চান্দুরা গ্রামে জন্ম নেওয়া করুণাময় গোস্বামী বাংলা একাডেমি প্রকাশিত ‘সংগীত কোষ’র রচয়িতা। সংগীত নিয়ে তার অনেকগুলো বই রয়েছে। পরবর্তীতে একুশে পদক পান তিনি।
বিডি-প্রতিদিন/০১ জুলাই, ২০১৭/মাহবুব