কিছুদিন আগে জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনার সিনেমার পক্ষে বিবৃতি দিয়েছিলেন বাংলাদেশের অন্যতম খ্যাতিমান সিনেমা নির্মাতা কাজী হায়াৎ। এবার জানা গেল, প্রতিষ্ঠানটির হয়ে সিনেমা বানাবেন এই নির্মাতা। জাজ মাল্টিমিডিয়া থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য দাঙ্গা, ইতিহাস, দেশপ্রেমিকের মত সফল ছবিগুলোর নির্মাতা কাজী হায়াৎ।
জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজ জানান, কিছু বন্ধ সিনেমা হল চালুর পরিকল্পনা করেছে জাজ মাল্টিমিডিয়া। শুধু তাই নয়, এর পাশাপাশি নতুন সিনেমা হল নির্মাণ করবেন তারা। দেশীয় চলচ্চিত্রের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য যা যা করা প্রয়োজন তার সবই করবে জাজ।
আবদুল আজিজ আরও বলেন, শীঘ্রই শাকিব খানকে নিয়ে তিনটি ছবি নির্মাণের পরিকল্পনা রয়েছে জাজের। এছাড়াও কাজী হায়াৎকে দিয়ে একটি সিনেমা নির্মাণ করবে জাজ। উল্লেখ্য কাজী হায়াৎ দাঙ্গা, ইতিহাস, দেশপ্রেমিকের মত ছবিগুলো নির্মাণ করেছেন।
বিডি-প্রতিদিন/ ২ জুলাই, ২০১৭/ আব্দুলাহ সিফাত-২৩