বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহি পরিষদ থেকে অভিনেত্রী মৌসুমী পদত্যাগ করেছেন। আজ সমিতির বর্তমান সভাপতি (মিশা সওদাগর) বরাবর জমা দেয়া পদত্যাগপত্রে মৌসুমী জানান, আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৭-২০১৯ মেয়াদে কার্যনির্বাহী পরিষদ সদস্য পদে নির্বাচিত হই। ব্যক্তিগত নানাবিধ সমস্যা থাকার কারণে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করা সম্ভব নয়। সে কারণে আমি উক্ত পদ হতে পদত্যাগ করতে আগ্রহী।
উল্লেখ্য, গত ৫ মে অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে কার্যনির্বাহী সদস্যপদে বিপুল ভোটে জয়লাভ করেন মৌসুমী। তবে শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে ওমর সানি জয়ী হতে পারেন নি। নির্বাচনের ফল ঘোষণা নিয়ে বেশ নাটকীয়তাও তৈরি হয়েছিল।
বিডি প্রতিদিন/এ মজুমদার