অভিনেতা আবদুর রাতিন গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ন্যাশনাল মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে অধ্যাপক এ কে এম আমিনুল হকের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।
রাতিনের ছোট ভাই অঞ্জন রহমান বলেন, বেশ কয়েকদিন ধরে ভাইয়া হাসপাতালে। প্রথমে চিকুনগুনিয়ায় ভুগছিলেন। এখন লিভার ও কিডনিজনিত সমস্যায় ভুগছেন।
অভিনেতা আবদুর রাতিন চিকিৎসার বিষয়ে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। সমিতির পক্ষ থেকে অভিনেতা মিশা সওদাগর, জায়েদ খান ও রাতিনের পরিবারের সবাই তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
বিডি প্রতিদিন/৫ জুলাই, ২০১৭/ফারজানা