প্রকাশিত হয়েছে কণ্ঠশিল্পী অনন্যার ‘রসিক চান’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও। গানটির কথা ও সুর করেছেন শাহরিদ বেলাল। সংগীত পরিচালনা করেছেন টি আর রমান্স।
মিউজিক ভিডিও নির্মাণ করেছেন কনক। গানটি অনন্যার গত বছর প্রকাশিত ‘অনন্যা আমি’ অ্যালবাম থেকে নেওয়া হয়েছে। অনন্যার সঙ্গে মিউজিক ভিডিওতে রয়েছেন তার বোন সুষমা ইসলাম পৃথিবী।
অনন্যা বর্তমানে টিভি লাইভের পাশাপাশি নিয়মিত স্টেজ শো নিয়ে ব্যস্ত। মিউজিক ভিডিও নিয়ে অনন্যা বলেন, সময়পযোগী একটি মিউজিক ভিডিও নির্মাণের চেষ্টা ছিলো। এরইমধ্যে দর্শকদের কাছ থেকে মিউজিক ভিডিওর জন্য ভালো সাড়া পাচ্ছি।
বিডি প্রতিদিন/৮ জুলাই, ২০১৭/ফারজানা