চিকুনগুনিয়া একটি ভাইরাসজনিত রোগ যা এডিস মশার (এডিস এজিপ্টি ও এডিস অ্যালবিটকাস) কামড়ের মাধ্যমে সংক্রমিত হয়। সম্প্রতি এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ঢাকাসহ ঢাকার আশপাশের এলাকায় এর প্রাদুর্ভাব বেশি। এ রোগের প্রধান উপসর্গ হলো প্রচণ্ড জ্বর যা ১০৪-১০৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়ে থাকে পাশাপাশি প্রচণ্ড ব্যথা যা ব্যক্তি বিশেষে ভিন্ন ভিন্ন কারও কারও ক্ষেত্রে সারা শরীর ব্যথা এবং কারও বা হাত ও পায়ের জয়েন্টগুলোতে ব্যথা।
এ জ্বরের তীব্রতা তিন থেকে পাঁচ দিনের মধ্যে কমে গেলেও ব্যথা বেদনায় কষ্ট পাচ্ছেন আক্রান্ত ব্যক্তিরা। এ ব্যথা ২-৩ মাস এমনকি এক বছর পর্যন্ত থাকতে পারে। শুক্রবার বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজটোয়েন্টিফোরের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপে চিকুনগুনিয়ার লক্ষণ, উপসর্গ ও চিকিৎসা নিয়ে নানা আলোচনা করা হয়। অনুষ্ঠানের ভিডিওটি দেওয়া হল-
বিডি প্রতিদিন/৮ জুলাই ২০১৭/হিমেল