ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন চিত্রনায়ক শাকিল খান।সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাচ্ছেন কিনা, বিষয়টি নিশ্চিত করতে পারেননি তিনি। তবে জনগণের জন্য কিছু করার প্রয়াস থেকেই নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা ব্যক্ত করেন শাকিল খান।
সম্প্রতি নিজের ফেসবুকে পেজে এ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। যেখানে তিনি নিজের প্রস্তুতি ও আগ্রহের কথা জানিয়েছেন। এরই মাঝে শাকিল নিজেকে গুছিয়ে নিয়েছেন। অনুভব করছেন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত করার।
শাকিল খান বলেন, আওয়ামী লীগ থেকে মনোয়নের প্রত্যাশা করছি। তবে কোন আসন থেকে নির্বাচন করব তা এখনই বলছি না। সময় হলে নিজেই জানাব।
কোন আসন থেকে শাকিল খান নির্বাচন করবেন তা এখনো নিশ্চিত না। তবে জন্ম চট্টগ্রামে হলেও বাগেরহাট-২ আসন থেকে নির্বাচন করার জন্য ইতিমধ্যে আদাজল খেয়ে মাঠে নেমেছেন শাকিল খান। এমনটাই জানিয়েছে শাকিলের একটি ঘনিষ্ঠ সূত্র।
বিডি প্রতিদিন/০৮ জুলাই ২০১৭/আরাফাত