ভারতের জনপ্রিয় উপস্থাপক ও মডেল অভিনেত্রী শিনা চৌহান এবার হলিউডের নতুন আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। শিক্ষাবিষয়ক কমেডি-ওয়েব একটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রে দেখা গেছে এ অভিনেত্রীকে।
এর আগেও হলিউডের কয়েকটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রে অভিনয় করেছেন শিনা চৌহান। তবে এ সিনেমাটি সেগুলোর চেয়ে আলাদা ধাঁচের।
ছবিটিতে শিনা চৌহানের সহশিল্পী হিসেবে আছেন জনপ্রিয় কমেডিয়ান জিম মেসকিমেন। ছবিটির নাম ‘ওয়ার্ডস’। এরই মধ্যে ইউটিউবে ছবিটি মুক্তিও দেয়া হয়েছে।
শিনা চৌহান জানান, এটি মজার ও শিক্ষামূলক মনে হবে দর্শকদের। ছবিটি দেখার পর সবাই শিক্ষাক্ষেত্রে সহযোগিতার জন্য এগিয়ে আসতে উদ্বুদ্ধ হবেন বলেই বিশ্বাস করেন তিনি।
এক সাক্ষাৎকারে শিনা চৌহান বলেন, আমি খুব খুশি। কারণ শিক্ষা বিষয়টি আমার খুব পছন্দের। শেখানোর মাধ্যমে সবকিছুই সম্ভব।
আর এ ছবিতে শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে। ছবিটি দেখলে সবাই এর সঙ্গে সহজে সমপৃক্ত হতে পারবেন। শিক্ষার মানবাধিকার নিয়ে কাজ করে আমার জীবন বদলে গেছে। সেজন্যই এ ছবিতে কাজ করতে পেরে আমি দারুণ আনন্দিত।
উল্লেখ্য, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসরে উপস্থাপনা করে আলোচনায় উঠে আসেন শিনা চৌহান। বিপিএলের দ্বিতীয় আসরেও উপস্থাপনা করেছিলেন তিনি।
বিডিপ্রতিদিন/ ৮ জুলাই, ২০১৭/ ই-জাহান