বলিউডের কমেডিয়ান অভিনেতা কপিল শর্মা অসুস্থ হয়ে হাসাপাতালে ভর্তি হয়েছেন। শনিবার রাতে দ্য কপিল শর্মা শো শুরু হওয়ার শূটিং চলাকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, অতিরিক্ত টেনশনের জন্যই এমনটা হয়েছে। কপিল তার আসন্ন ছবি ‘ফিরঙ্গি’র শুটিং নিয়ে বেশ চিন্তিত ছিলেন। কিছুদিন আগে সুনীল গ্রোভার এর সঙ্গে বিতর্কে জড়িয়ে শিরোনামে ছিলেন। তখন থেকেই চলছিল টালমাটাল অবস্থা।
তিনি আপাতত স্বাভাবিক আছেন, তবে ডাক্তার তাকে এখন কয়দিন বিশ্রাম নিতে বলেছেন। অতিরিক্ত টেনশনের জন্যই এমনটা হয়েছে বলেই জানা যাচ্ছে। অসুস্থতা কাটিয়ে ওঠার পরই আবার এই এপিসোড শুটিং করবেন তিনি।
এদিকে দিনরাত কাজের ব্যস্ততায় আচমকা অসুস্ত হয়ে পড়ায় বন্ধ হয়ে যায় তার শো। ওই শোর শুটিংয়ে আসার কথা ছিল শাহরুখ খান এবং পরিচালক ইমতিয়াজ আলী এবং অানুশকা শর্মার। কিন্তু হঠাৎই তাঁর অসুস্থতার জন্য ফিরে যান তারা।
বিডিপ্রতিদিন/ ৯ জুলাই, ২০১৭/ ই-জাহান