হৃদযন্ত্রের জটিলতায় আক্রান্ত হয়ে মাত্র ৩৯ বছর বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন মার্কিন অভিনেতা নেলসন এলিস। এমিলি জার্সন সেইন্স নামের তার ব্যবস্থাপক খবরের সত্যতা স্বীকার করেছেন।
এইবিও সিরিজ 'ট্রু ব্লাড'এ লাফায়েতে রেনোল্ডের চরিত্রে অভিনয় করে আকাশচুম্বী জনপ্রিয়তা পান নেলসন এলিস। গায়ন জেমস ব্রাউনের ওপর নির্মিত 'গেট অন আপ' ছবিতে অভিনয়ের জন্যও প্রশংসিত হয়েছেন তিনি। সূত্র : ভ্যারাইটি
বিডি প্রতিদিন/৯ জুলাই, ২০১৭/ফারজানা