বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান গত ডিসেম্বরে পুত্রসন্তানের মা হয়েছেন। তবে সন্তান জন্মের পর সাংবাদিকদের কাছে ছেলেকে নিয়ে লুকোচুরি করেননি কারিনা ও তার স্বামী সাইফ আলি খান। কিন্তু তারপরেও মায়ের মন বলে কথা অবশ্যই আছে। আর তাই নিজের সন্তান তৈমুর আলি খানের যাতে নজর না লাগে সেই কারণেই আর হিজড়াদের শরণাপন্ন হন কারিনা।
জানা গেছে, পদৌতী পরিবারের সদস্যরা তাদের পরিবারের নতুন সদস্য তৈমুরের যাতে নজর না লাগে তাই তার পায়ে ইতোমধ্যেই কালো সুতা বেঁধে দিয়েছেন। শুধু তাই নয় ছেলের যাতে নজর না লাগে, সেজন্য হিজড়াদের ৫১ হাজার রুপি দান করলেন কাপুর ও পদৌতী পরিবার। যদিও এ বিষয়ে মুখ খোলেননি দুই পরিবারের কোন সদস্য।
সূত্র: বলিউড লাইফ
বিডি-প্রতিদিন/ ৯ জুলাই, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২১