'ঢাকা অ্যাটাক' ছবিতে নায়ককে ছাপিয়ে যান খলনায়কের ভূমিকায় অভিনয় করা তাসকিন রহমান। ছবিটি দেখেছেন কিন্তু তাসকিনের অভিনয়ে মুগ্ধ হনটি এমন দর্শক খুব একটা পাওয়া যাবে না। এবার নতুন ছবি নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন তাসকিন। ছবিটির নাম 'যদি একদিন'। পরিচালনা করবেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
ছবিটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী প্রতিষ্ঠান আরটিভি। ছবিতে প্রথমে তাসকিনকে চূড়ান্ত করা হয়েছে। আর কারা কারা ছবিতে থাকছেন তা শীঘ্র জানানো হবে।
'যদি একদিন' ছবিটির জন্য গান গেয়েছেন হৃদয় খান, পড়শি, ব্যান্ডদল চিরকুট, তাহসান, কোনাল, ইমরান ন্যান্সি ও নাভেদ পারভেজ। গানগুলো লিখেছেন কবির বকুল, আসিফ ইকবাল, মানজুর, জনি হক।
বিডি প্রতিদিন/১৭ ডিসেম্বর, ২০১৭/ফারজানা