বলিউডের হার্টথ্রব অভিনেত্রী পতৌদির নবাব পরিবারে পুত্রবধূ কারিনা কাপুর খান। আরেকজন বলিউডের বাদশাহ হিসেবে খ্যাত শাহরুখ খান। বেশ কয়েকটি সিনেমায় জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন তারা।
সম্প্রতি একটি অনুষ্ঠানে শাহরুখকে প্রশংসায় ভাসালেন কারিনা। এ অভিনেত্রী বলেন, ‘আমি মনে করি, শাহরুখ খান ভারতের সবচেয়ে বড় রোমান্টিক হিরো। সিনেমার চরিত্র, আবেগ, ভালোবাসা, আকর্ষণীয় চেহারা এবং রোমান্টিক লুক দিয়ে তিনি সবার মন জয় করেছেন। আমি তার সঙ্গে গল্প করতে খুবই পছন্দ করি। তিনি খুবই আন্তরিক এবং সৎ। তার সঙ্গে আমাদের সম্পর্ক মধুর।
বর্তমানে আনন্দ এল রাই পরিচালিত নাম ঠিক না হওয়া একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত শাহরুখ খান। এতে বামন চরিত্রে অভিনয় করছেন তিনি। তার সঙ্গে আরো রয়েছেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা।
আর বর্তমানে বীরে ডি ওয়েডিং সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত কারিনা। এতে আরো অভিনয় করছেন সোনম কাপুর, স্বরা ভাস্কর প্রমুখ। সিনেমাটির প্রযোজক রিয়া কাপুর। তিনি সোনম কাপুরের বোন।
বিডিপ্রতিদিন/ ১৭ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান