আব্রাম, বলিউড বাদশাহ শাহরুখ খানের কনিষ্ঠ পুত্র। সম্প্রতি আব্রাম বাবার একটি সিনেমার গানে নেচেছে। আর তার নাচের ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শাহরুখ।এরপরই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে নেটদুনিয়ায়।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বছরের বিদায়ী লগ্নে আব্রামের স্কুলের একটি বাৎসরিক অনুষ্ঠানে একদল ছেলেমেয়ে রঙিন সাজে মেতে উঠেছিল নাচে গানে। একাধিক পারফরম্যান্স ছিল অনুষ্ঠানে। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো- অনুষ্ঠানে শাহরুখের গানেই পারফর্ম করতে দেখা যায় আব্রামকে।
‘স্বদেশ’ সিনেমার ‘এ তারা ও তারা’ শিরোনামের গান ছিল সেটি। ছেলের পারফরম্যান্স দেখতে দর্শকের আসনে বসেছিলেন শাহরুখ খান। শুধু তিনি একা নন সঙ্গে ছিলেন স্ত্রী গৌরী খান, পুত্র আরিয়ান ও কন্যা সুহানা।
স্কুলটিতে ঐশ্বরিয়া-অভিষেক দম্পতির কন্যা আরাধ্যও পড়ে। তাই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিষেক ও ঐশ্বরিয়াও। এ ছাড়া প্রাক্তন স্ত্রীকে নিয়ে উপস্থিত ছিলেন ঋত্বিক রোশানও।
বিডি প্রতিদিন/ ১৮ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান