নগ্নতা কারও কাছে শিল্প, কারও কাছে অশ্লীলতা। কিন্তু এসব নিয়ে মাথা ঘামানোর সময় নেই তারকাদের। নেটদুনিয়ার সব মনোযোগ কীভাবে নিজের দিকে ঘুরিয়ে নেবেন, তাই তাদের মূল উদ্দেশ্য। বলিউডের এশা গুপ্তা থেকে শুরু করে হালের ফাতিমা সানা শেখ কেউ এ তালিকায় পিছিয়ে নেই। এ তালিকায় আছেন কারিশমা শর্মাও।
'রাগিনী এমএমএস রিটার্নস' খ্যাত এ নায়িকা প্রায়ই নিজের নগ্ন-অর্ধনগ্ন ফটোশ্যুট করান। সঙ্গে সঙ্গেই ভাইরাল। শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। তবে 'শিল্পানুরাগী'দের কাছে প্রশংসাও মেলে। এবার নগ্ন গায়ে কম্বল জড়িয়ে ফটোশুট করেছেন কারিশমা। সেই ছবি নিজের ইনস্টাগ্রামেও দিয়েছেন। ভক্তদের কাছে আবেদনময়ী নারীও খেতাব পেয়েছেন ছবিগুলোর জন্য। এই ফটোশ্যুটে ক্যামেরার পেছনে ছিলেন অমিত খান্না।
বিডি প্রতিদিন/১৯ ডিসেম্বর, ২০১৭/ফারজানা