রাণী মুখার্জীর ছবি মানেই বিশেষ কিছু। সর্বশেষ 'মার্দানি' (২০১৪) ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছিল। এরপর সন্তান আদিরার জন্য বিরতি নিয়েছিলেন। দীর্ঘ সময় পর এবার রাণী ফিরছেন 'হিচকি' ছবি নিয়ে।
মঙ্গলবার ছবির ট্রেইলার প্রকাশ করা হয়েছে। ট্রেইলার দেখার পর ছবিটি দেখার জন্য দর্শকদের আগ্রহ আরও বেড়ে গেছে। ছবিটি প্রযোজনা করছে রাণীর স্বামী আদিত্য চোপড়ার প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস।
স্নায়ুতন্ত্রের সমস্যার কারণে শিক্ষকতা পেশায় নানা বাধার সম্মুখীন হওয়া নারীর লড়াই নিয়ে ছবিটি নির্মিত হয়েছে। সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত 'হিচকি' ছবিটি মুক্তি পাচ্ছে আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি। সূত্র : বলিউড লাইফ
বিডি প্রতিদিন/১৯ ডিসেম্বর, ২০১৭/ফারজানা