ইতালিতে বিয়ে করায় দেশদ্রোহীর খেতাব পেলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। ভারতের মধ্য প্রদেশের বিজেপি সংসদ সদস্য পান্না লাল সাকিয়া বলেছেন, ভগবান রাম এবং ভগবান কৃষ্ণ দু’জনেই বিয়ে করেছিলেন দেশের মাটিতে। সেজায়গায় বিরাট দেশ ছেড়ে বিদেশে গিয়ে বিয়ে করেছেন। তাকে কোনোভাবেই দেশভক্ত বলা চলে না। কাজেই দেশের যুব সমাজের উচিত তাঁকে এড়িয়ে চলা।
বিজেপি এই নেতার আরও দাবি, একই দোষে দুষ্ট অানুশকা শর্মাও। ইতালির নৃত্যশিল্পীরা ভারতে এসে কোটিপতি হয়ে যান। আর বিরাট কোহলি ইতালিতে বিয়ে করে দেশের সম্পদ বিদেশে বিলিয়ে দিয়ে এসেছেন।
বিজেপির নেতার এই মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। গুজরাটের ফলাফল দেখেই বিজেপির এই মতিভ্রম হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় কংগ্রেস নেতারা। কংগ্রেস মুখপাত্র পঙ্কজ চতুর্বেদীর অভিযোগ, কংগ্রেসের ফলাফল দেখে চমকে গিয়েছে বিজেপি। মধ্যপ্রদেশে জয় ধরে রাখা যে সম্ভব হবে না সেটা বুঝতে পেরেই এধরনের মন্তব্য করছেন তাঁরা।
সূত্র: আজকাল
বিডি প্রতিদিন/১৯ ডিসেম্বর ২০১৭/হিমেল