রণবীর কাপুরের সঙ্গে ফটোশুটের কথা হয়েছিল। কিন্তু, সেই প্রস্তাবে সরাসরি না করে দিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। কিন্তু না বলার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে সেই না বলার নেপথ্যের কারণ উদঘাটিত হয়েছে।
জি নিউজের খবর, বেশ কয়েক বছর আগে একটি নাইটক্লাবের মধ্যে প্রকাশ্যে রণবীর কাপুরকে নাকি চড় মেরেছিলেন সালমান। সেই থেকে বলিউড সুপারস্টারের সঙ্গে রণবীর কাপুরের সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছায়। এরপর ক্যাটরিনা কাইফের সঙ্গে রণবীর ‘লিভ ইন’ শুরু করলে, দু’জনের সম্পর্কের আরও অবনতি হয়। সেই সূত্র ধরেই এবার রণবীর কাপুরের সঙ্গে ফটোশুটে না করে দিয়েছেন সালমান।
প্রসঙ্গত, ‘তামাশা’-র প্রমোশনের জন্য বিগ বস-এর স্টেজে হাজির হয়েছিলেন দীপিকা পাড়ুকোন। কিন্তু, সালমান খান ওই শো-এর পরিচালক হওয়ায় ওই সময়ও বসের ঘরে হাজির হননি রণবীর কাপুর।
বিডি-প্রতিদিন/২০ ডিসেম্বর, ২০১৭/মাহবুব