বলিউডের দুই সুপারস্টার সালমান খান ও আমির খানের সঙ্গে ফের রোমান্স করার সুযোগ পেয়ে খুশি ক্যাটরিনা কাইফ। তিনি বলেছেন, অন্য সবার মতোই আমিও রোম্যান্স ভালোবাসি। আমির ও সালমানের মতো ভালো মানুষদের সাথে রোমান্স করার সুযোগ পেয়ে দারুণ লাগছে।
সম্প্রতি সালমানের সাথে 'এক থা টাইগার' ছবিতে কাজ করেছেন ক্যাটরিনা। তাদের অভিনীত 'টাইগার জিন্দা হ্যায়' মুক্তি পেতে চলেছে শুক্রবার। আমিরের সঙ্গে 'ধুম ৩' ও 'থাগস অফ হিন্দোস্তান' ছবিতে কাজ করেছেন ক্যাটরিনা। তিনি সালমান সম্পর্কে বলেছেন, আমি ও সালমান একে অপরকে অনেক বছর ধরে চিনি। আমাদের পরস্পরের প্রতি যথেষ্ট শ্রদ্ধা আছে। টাইগার জিন্দা হ্যায়-এর সেটে প্রতিদিনই আলি (পরিচালক আলি আব্বাস জাফর) ও সালমানের সঙ্গে মজা হত। এই ছবিতে কাজ করে দারুণ লেগেছে।
এরপর আনন্দ এল রাইয়ের পরিচালনায় শাহরুখ খান ও অনুশকা শর্মার সঙ্গে একটি ছবিতে কাজ করবেন ক্যাটরিনা। ফেব্রুয়ারি থেকে এই ছবির শুটিং শুরু হবে।
বিডি প্রতিদিন/২০ ডিসেম্বর ২০১৭/আরাফাত