ভারতের সেরা সেলিব্রিটি কে? উত্তরে অনেকে প্রথমে শাহরুখ খান কিংবা হালের সেনসেশন বিরাট কোহলির নামও বলতে পারেন। কিন্তু এই দু'জনের কেউ নন। ভারতের সেরা সেলিব্রিটি সালমান খান। তারকারের আয়ের ভিত্তিতের ২০১৭ সালের ১০০ ভারতীয় সেলিব্রিটির তালিকায় তৈরি করেছে 'ফোর্বস'। সেখানে শাহরুখ ও কোহলিকে পেছনে ফেলে সেরা সেলিব্রিটির খেতাব জিতে নিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। তার আয়ের পরিমাণ ২৩২.৮৩ কোটি রুপি। সালের ঠিক পেছনে বলিউড বাদশা শাহরুখ খান (১৭০.৫০)। এরপরই রয়েছেন সদ্য বিয়ের পিঁড়িতে বসা দেশটির ক্রিকেট সেনসেশন বিরাট কোহলি(১০০.৭২ কোটি)। চতুর্থ স্থানে রয়েছেন অক্ষয় কুমার (৯৮.২৫ কোটি)। পাঁচ নম্বরে শচীন টেন্ডুলকার (৮২.৫০ কোটি)।
সেরা ১০ সেলিব্রিটির তালিকায় একমাত্র বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তালিকায় সাত নম্বরে থাকা তার সম্পদের পরিমাণ ৬৮ কোটি রুপি। সেরা দশের ষষ্ঠ স্থানে আছেন আমির খান, আট নম্বরে ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। নয় নম্বরে হৃতিক রোশন। ১০ নম্বরে বলিউড অভিনেতা রণবীর সিং। গত বছর সেরা ১০ জনের তালিকায় থাকা দীপিকা পাড়ুকোন এবার ১১ নম্বরে।
এছাড়া তালিকায় ১৪ নম্বরে রণবীর কাপুর। বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন ২০ নম্বরে।বাহুবলী তারকা প্রভাস (৩৬.২৫ কোটি) আছেন ২২ নম্বর স্থানে। সম্প্রতি ওয়ানডে ক্রিকেটে প্রথম ব্যক্তি হিসেবে তৃতীয় ডাবল হাঁকানো রোহিত শর্মা রয়েছেন ৩০ নম্বরে। বিরাট কোহলির সদ্য বিবাহিত স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা আছেন তালিকা ৩২ নম্বরে। বলিউডের সবচেয়ে নামী চিত্রনির্মাতা করণ জোহর এই তালিকায় ৫২ নম্বরে। তার সম্পদের পরিমাণ ১৪.১৩ কোটি রুপি।
সূত্র: ফোর্বস ইন্ডিয়া.কম।
বিডি-প্রতিদিন/২৩ ডিসেম্বর, ২০১৭/মাহবুব