ফের পর্দায় ফিরছে 'প্রাক্তন' জুটি প্রসেনজিৎ ও ঋতুপর্ণা সেনগুপ্ত। নতুন ছবিটির নাম 'দৃষ্টিকোণ'। পরিচালনা করছেন 'বিসর্জন' খ্যাত কৌশিক গাঙ্গুলি।
সম্প্রতি ছবিটির শুটিং করতে পুরীর সমুদ্র সৈকতে গিয়েছিলেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা। শ্যুটিংয়ের ফাঁকে সমুদ্র সৈকতে এ জুটিকে পুরোনো রসায়নে দেখা যায়। শ্যুটিং হয়েছে জগন্নাথ মন্দিরেও।
ছবিটিতে প্রসেনজিৎ উকিলের চরিত্রে অভিনয় করছেন। প্রসেনজিৎ বলেন, ঋতু আর আমি অনেকদিন পর আবার একসঙ্গে কাজ করছি। 'প্রাক্তন' মুক্তির পর অনেক পরিচালক কাজের প্রস্তাব দিয়েছেন। কিন্তু আমরা চাইছিলাম ছবিটি যিনি পরিচালনা করবেন তিনি যেন আমাদের শিল্পীসত্তা ফুটিয়ে তুলতে পারেন।
কৌশিক গাঙ্গুলি বলেন, প্রসেনজিৎ ও ঋতুপর্ণা অসাধারণ স্ক্রিন কেমিস্ট্রি শেয়ার করেন। আমি শুধু চেষ্টা করব তাদের সেই উপস্থিতিটা ফুটিয়ে তুলতে।
বিডি প্রতিদিন/২৪ ডিসেম্বর, ২০১৭/ফারজানা