পতৌদির নবাব পরিবারের জামাতা তিনি। বলছিলাম সাইফ আলী খানের বোন সোহা আলী খানের স্বামী বলিউড অভিনেতা কুনাল খেমুর কথা। তিন বছর হলো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। তাদের সংসারে একটি কন্যা সন্তানও রয়েছে। ব্যক্তিগত জীবনেও তারা সুখী দম্পতি। কিন্তু ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে এসে কুনাল জানালে তিনি নাকি বউয়ের কথায় চলেন।
কুনাল খেমু বলেন, ‘সোহা আলী এমনই একজন ব্যক্তি যাকে জীবনসঙ্গী হিসেবে সম্মান করি। সেও একই ইন্ডাস্ট্রিতে আমার মতোই পেশাদার শিল্পী। তাকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করি। আমার বেশ কজন ঘনিষ্ঠ বন্ধু রয়েছে। তবে তাদের কারো সঙ্গে কোনো বিষয়ে বিস্তারিত আলোচনা করি না। কিন্তু সোহার সঙ্গে সব শেয়ার করি। কখনো কোনো পরিবর্তন প্রয়োজন হলে সে আমাকে পরামর্শ দিয়ে থাকে।’
তিনি আরো বলেন, ‘সোহা জানে, আমি কাজ খুব গুরুত্বের সঙ্গে করে থাকি এবং আমি আমার সেরাটাই করব। চিত্রনাট্য নিয়ে তার সঙ্গে আলোচনার সময় কখনো বলি না কোনো কিছু পরিবর্তন করতে হবে। তবে আমি যা কিছু করি তাতে তার মতামত থাকে।’
দীর্ঘদিন প্রেম করে ২০১৪ সালে বাগদান সারেন সোহা ও কুনাল। ২০১৫ সালের ২৫ জানুয়ারি মুম্বাইয়ে বিয়ে করেন এই জুটি। সোহা অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ‘সাহেব, বিবি অউর গ্যাংস্টার থ্রি’। অন্যদিকে কুনাল খেমু অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ‘গোলমাল এগেইন’। গত ২০ অক্টোবর মুক্তি পায় সিনেমাটি। বেশ ব্যবসা সফলও হয় সিনেমাটি।
বিডিপ্রতিদিন/ ২৪ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান