ভারতের যোগগুরু রামদেবকে রীতিমত চ্যালেঞ্জ জানিয়েছেন টেলিভিশনের 'ড্রামা কুইন' রাখি সাওয়ান্ত।
সম্প্রতি ইনস্টাগ্রামের একটি ভিডিওতে রামদেবকে চ্যালেঞ্জ জানিয়ে রাখি বলেন, 'রামদেবের যদি ক্ষমতা থাকে, তাহলে তিনি যেন পতঞ্জলির কনডম তৈরি করে দেখান।'
টেলিভিশনের 'ড্রামা কুইনের' ওই ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয় আলোচনা।
এর আগে বিরাট কোহলি এবং আনুশকা শর্মার বিয়ের পর একটি ভিডিও শেয়ার করেন রাখি সাওয়ান্ত। যেখানে বলেন, বিরাট বিয়ে করে নিলেন, এবার তাঁর কী হবে বলে বাথরুমে বসে এক অদ্ভূত ভিডিও শেয়ার করেন রাখি।
বিডিপ্রতিদিন/ ২৭ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান