মুম্বাইয়ের সেইন্ট রেগিস হোটেলে গত ২৬ ডিসেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হয় কোহলি-আনুশকার দ্বিতীয় বিবাহোত্তর সংবর্ধনা।
এতে হাজির হয়েছিলেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, রেখা, শচীন টেন্ডুলকার, মাধুরী দীক্ষিত, মহেন্দ্র সিং ধোনি, ঐশ্বরিয়া রাই বচ্চনসহ বলিউড ও ভারতীয় ক্রিকেট দলের তারকারা।
অনুষ্ঠানে নবদম্পতির সঙ্গে এদিন খুনসুটিতে মেতেছিলেন শাহরুখ। শুধু তাই নয়, বিরাটের সঙ্গে তার জনপ্রিয় ‘ছাইয়া ছাইয়া’ গানের তালে নেচেছেন শাহরুখ। আর সেই নাচের ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
২০০৮ সালে যশ রাজ ফিল্মসের রাব নে বানাদি জোড়ি সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন আনুশকা শর্মা। এতে তার বিপরীতে অভিনয় করেন শাহরুখ। এছাড়া বলিউড কিং খানের সঙ্গে জাব তাক হ্যায় জান ও জাব হ্যারি মেট সেজাল সিনেমায় অভিনয় করেন তিনি। শুধু তাই নয় শাহরুখের পরবর্তী সিনেমাতেও অভিনয় করছেন আনুশকা।
বিডিপ্রতিদিন/ ২৮ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান