'ইতনা দূর' শিরোনামের একটি হিন্দি গানের ভিডিওতে অভিনয় করেছেন বাংলাদেশি মাহিম করিম। এতে তার সঙ্গে মডেল হয়েছেন ভারতের পায়েলিয়া পায়েল। যৌথভাবে মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন ইশান আরফিন নিতুল ও রুম্মান চৌধুরী। ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের ব্যানারে মিউজিক ভিডিওটি নির্মাণ করা হয়েছে।
মিউজিক ভিডিও নিয়ে মাহিম বলেন, মিউজিক ভিডিওর গল্পটা দারুণ ছিল। প্রেম, রোমান্স অতঃপর বিচ্ছেদের মধ্যে নানা নাটকীয়তা। সে সঙ্গে পুরো ইউনিট অনেক শ্রম দিয়ে কাজটি শেষ করেছে।
'ইতনা দূর' গানের শিল্পী আবরার সিয়াম, গানের কথা লিখেছেন অনুরুদ্ধ ঘোষ, সুর ও সংগীতায়োজন করেছেন বাংলাদেশি বংশদ্ভূত রুম্মান চৌধুরী।
ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান টি সিরিজের সঙ্গে কাজ করলেও 'এম কে প্রোডাকশন' নামে নিজেই একটি প্রযোজনা প্রতিষ্ঠান খুলেছেন মাহিম করিম। ওই প্রতিষ্ঠান থেকে চলচ্চিত্র, বিজ্ঞাপন, নাটক ও টেলিছবি নির্মাণের পরিকল্পনা আছে বলে জানিয়েছেন মাহিম।
বিডি প্রতিদিন/৩০ ডিসেম্বর, ২০১৭/ফারজানা