সরকারি অনুদানে নির্মিত 'পুত্র' ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ৫ জানুয়ারি। তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর প্রযোজিত এ ছবিতে অভিনয় করেছেন ফেরদৌস, জয়া আহসান, লাজিম, আজিজুল হাকিম প্রমুখ।
সম্প্রতি চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সারা দেশে জাজের মেশিন আছে এমন হলগুলোতে ছবিটি মুক্তি দিতে হবে। এই সময় জাজ অন্য কোনো ছবি চালাতে পারবে না। জেলা প্রশাসক ও জেলা অফিসাররা বিষয়টি মনিটর করবেন।
বিষয়টি স্বীকার করে জাজের কর্ণধার আবদুল আজিজ বলেছেন, শিগগিরই এ বিষয়ে আলাপ-আলোচনা করে একটা সিদ্ধান্ত নেব।
হারুন রশীদের চিত্রনাট্য এবং সাইফুল ইসলাম মান্নু পরিচালিত 'পুত্র' ছবির তত্ত্বাবধানে রয়েছে ইমপ্রেস টেলিফিল্ম।
বিডি প্রতিদিন/৩০ ডিসেম্বর, ২০১৭/ফারজানা