অমিতাভ বচ্চনের সম্পর্কে এতদিন নাকি একটি ভুল তথ্য জানতেন পরিচালক করণ জোহর। সেই তথ্যের কথা প্রকাশ্যে বলতেই সোশ্যাল মিডিয়ায় কর্ণের ভুল ধরিয়ে দিলেন স্বয়ং অমিতাভ বচ্চন।
সম্প্রতি এক সাক্ষাতকারে করণ বলেছেন, ‘‘আমার বাবা অভিনেতা, পরিচালক, প্রযোজক সকলের সঙ্গেই পাঞ্জাবিতে কথা বলতেন। ফলে ভাবতাম ইন্ডাস্ট্রির বেশিরভাগ লোকই পাঞ্জাবি। এমনকি অমিতাভ বচ্চন পাঞ্জাবি না হয়েও খুব সহজ ভাবেই ভাষাটা বলতেন। আসলে রোমে থাকলে তো রোমানদের মতোই আচরণ করতে হবে।’
করণের বাবা যশ জোহরের এমন আচরণের ফলে ছোট থেকেই তার নাকি এমন অদ্ভুত ধারণা তৈরি হয়েছিল। তবে এরপরেই সোশ্যাল মিডিয়ায় করণের ভুল শুধরে দেন অমিতাভ। তিনি লেখেন, ‘না করণ… আমি পাঞ্জাবি বলি, কারণ আমার মা শিখ ছিলেন। সে কারণেই আমি অর্ধেক শিখ। তাই পাঞ্জাবিতে কথা বলি…!’
এরপরই টুইট করে ভুল শুধরে নেন করণ। তিনি বলেন, ‘হ্যাঁ, অমিত আঙ্কেল! ভুলের জন্য আমি ক্ষমা চাইছি…।’
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর