অবকাশ যাপনে থাইল্যান্ড অবস্থান করছেন 'মিন গার্লস' তারকা লিন্ডসে লোহান। রোদ, সমুদ্রের অকল্পনীয় সৌন্দর্য্যে ডুব দিয়ে সময়টা তার ভালোই কাটেছে। কিন্তু বিপত্তি বাঁধিয়েছে সাপ। হাইকিং করতে গিয়ে সাপের কামড় খেয়েছেন লিন্ডসে। ইন্সটাগ্রামে নিজেই জানিয়েছেন এ খবর। সাপের কামড়ে রক্তাক্ত পায়ের ছবিও পোস্ট করেছেন তিনি।
সাপ খুব একটা বিষাক্ত ছিল না। লিন্ডসেকে দ্রুত চিকিৎসা দেয়াও সম্ভব হয়েছে। এখন লিন্ডসে সুস্থই আছেন। ইন্সটাগ্রামে ভিডিও পোস্ট করে বলেছেন, 'ফুকেট (থাইল্যান্ড) জায়গাটি অনেক সুন্দর, খুব ভালো লেগেছে... শুধু সাপের কামড় ছাড়া। যাই হোক আমি ভালো আছি। ফুকেটেই আছি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।' সূত্র : ই! নিউজ
বিডি প্রতিদিন/৩১ ডিসেম্বর, ২০১৭/ফারজানা