সময়ের পরিক্রমায় চলে গেল আরেকটি বছর। নতুন বছরকে স্বাগত জানাচ্ছে সারা বিশ্ব। ইংরেজি নববর্ষ ঘিরে উৎসব-আনন্দের কমতি নেই। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে আয়োজিত হচ্ছে নানান অনুষ্ঠান।
এই ইংরেজি নববর্ষ নিয়ে রয়েছে অসংখ্য গান-কবিতা। নতুন বছরকে স্বাগত জানিয়ে গান লিখেছেন নিভৃতচারী কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ।
তার লেখা ‘হ্যাপি নিউ ইয়ার’ শিরোনামের গানটির সুর ও সংগীতায়োজন করেছেন স্বনামধন্য সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানটি কণ্ঠে ধারণ করেছেন জনপ্রিয় শিল্পী কনা।
‘হ্যাপি নিউ ইয়ার’ গানটি মাহবুবুল এ খালিদের নিজস্ব ওয়েবসাইট www.khalidsangeet.com-এ প্রকাশিত হয়েছে। একই সঙ্গে গানটি ভিডিও আকারে ইউটিউবেও পাওয়া যাচ্ছে।
‘আয়রে আয় জানুয়ারি, আয় শীতের আমেজে। পুরোনোরে ঝেড়ে তুই আয়, নতুন সাজে সেজে। নিউ ইয়ার, নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার।’ ইংরেজি নববর্ষ নিয়ে মাহবুবুল এ খালিদের লেখা গানটির প্রথম চরণ এটি।
শ্রোতাদের জন্য ‘হ্যাপি নিউ ইয়ার’ গানটি রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহারেরও সুযোগ রয়েছে। গানটির অডিও, মিউজিক ট্র্যাক ও রিংটোন ও ওয়েলকাম টিউনের কোড পাওয়া যাবে মাহবুবুল এ খালিদের ওয়েবসাইটে।
‘হ্যাপি নিউ ইয়ার’ গানটির ওয়েব লিংক: http://www.khalidsangeet.com/musics/details/happy-new-year-ayre-ay-january
বিডি প্রতিদিন/৩১ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম