২০০৭ সালে সম্পর্ক ভেঙে যায় শহীদ কাপুরের সঙ্গে কারিনার। তারপর কেটে গেছে বেশ কিছু বছর। সাইফ আলি খানকে বিয়ে করে কারিনা যেমন নবাব ঘরণী হয়েছেন, তেমনি মীরা রাজপুতকে বিয়ে করে সংসারী হয়েছেন শহীদও। দু’জনেই নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকলেও, মাঝে মধ্যেই শহীদ-কারিনাকে নিয়ে তৎপর হয়ে পড়ে পেজ থ্রি। এবারও তার ব্যতিক্রম হয়নি।
শোনা যাচ্ছে, সম্প্রতি এক জনপ্রিয় ফটোগ্রাফারের সঙ্গে ফটোশুট করছিলেন করিনা। সেই সময় সেখানে হাজির হন শহীদ কাপুর। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সেখানে শহীদ-কারিনাকে দেখা গেছে বেশ হালকা মেজাজেই। এমনকি দু'জনকে বেশ কিছুক্ষণ রসিকতা করতেও দেখা যায়।
সূত্রের খবর অনুসারে, কারিনার সঙ্গে প্রথম কথা বলেন শহীদ কাপুরই। কারিনার পরবর্তী সিনেমা 'বেগম সাহেবা'র পোশাক নিয়ে মজা করে কিছু কথা বলেন শহীদ। যা শুনে হেসে ফেলেন সাইফ আলি খানের দ্বিতীয় স্ত্রী। শহীদ-কারিনার ব্রেকআপ নিয়ে যতই গুঞ্জন ছড়াক না কেন, তারা যে একে অপরের বেশ ভাল বন্ধু, তা কিন্তু ফের প্রমাণ করলেন তারা।
এদিকে শোনা যায়, শহীদ কাপুরের সঙ্গে কারিনার বিচ্ছেদের মূলে ছিলেন না কি কারিনার মা ববিতা কাপুর। শহীদকে কোনও দিনই পছন্দ করতেন না তিনি। আর সেই কারণেই বেবোর সঙ্গে শহীদের সম্পর্ক থাকুক, তা নাকি কখনও মেনে নিতে পারেননি ববিতা। আর সেই কারণেই শেষে তিক্ততার মধ্যে দিয়ে বিচ্ছেদ হয় শহীদ-কারিনার।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর