শহীদ কাপুর ও কারিনা কাপুর। দু'জনে এক সময় চুটিয়ে প্রেম করেছেন। কিন্তু সেই সম্পর্ক এখন অতীত। শেষবার 'উড়তা পাঞ্জাব' ছবিতে এই দুই তারকাকে এক সঙ্গে দেখা গিয়েছিল। যদিও সেখানে জুটি হিসেবে তাদের কোনো দৃশ্যেই এক সাথে দেখা যায়নি। দু'জনের মধ্যে যখন এমন সম্পর্ক তখন আবারও এক পুরস্কার বিতরণী সভায় হঠাৎ দেখা হয়ে গেল সাবেক এই তারকা প্রেমিক-প্রেমিকাকে।
ভারতীয় গণমাধ্যমের খবর, একটি ঘরে কারিনার ফটো শ্যুট চলছিল। সেই সময়ে হঠাৎ শহীদ কাপুর ঢুকে পড়েন। আর পরিস্থিতি স্বভাবিক রাখতে, দু'জনেই খুবই স্বাভাবিকভাবে কথা বলেন। শহীদ কিছু মজাও করেন, যাতে ঘরের গুমোট ভাবটা বন্ধ করা যায়! আশপাশে উপস্থিত থাকা সকলের পক্ষেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে ওঠে।
এর কিছুক্ষণ পরেই শহীদ ও কারিনা কাপুরের সঙ্গে জ্যাকুলিন ও সোনাম কাপুরকেও দেখা যায়। এরপর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে এগিয়ে চলে যান কারিনা ও সোনাম।
প্রসঙ্গত, বিচ্ছেদের পর ২০১২ সালে সাইফ আলি খানকে বিয়ে করে কারিনা। তাদের এক পুত্র সন্তানও রয়েছে। অন্যদিকে, মীরা রাজপুতকে বিয়ে করেছেন শহীদ। তাদেরও ঘরে একটি সন্তান রয়েছে।
বিডি-প্রতিদিন/০৩ জানুয়ারি, ২০১৭/মাহবুব