নির্মাতা শিহাব শাহীনের পরিচালনায় ‘লিপস্টিক’ শিরোনামের একটি নতুন ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় দুই অভিনয়শিল্পী অপূর্ব ও জাকিয়া বারী মম।
বর্তমানে রাজধানীর উত্তরাসহ বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং চলছে। এই ধারাবাহিকে অপূর্ব অভিনয় করছেন রানা এবং মম অভিনয় করছেন নন্দিনী চরিত্রে।
এ প্রসঙ্গে অপূর্ব বলেন, 'একটি অফিসে শুধু পুরুষরা চাকরি করেন। তাদের চাকরি করা নিয়েই নাটকের গল্প। একদিন সেই অফিসে এক মেয়ে চাকরি পায়। তাকে কেন্দ্র করেই নাটকের গল্প এগিয়ে যায়। আশা করছি নাটকটি সবার ভালো লাগবে।'
জাকিয়া বারী মম বলেন, ‘আমার সৌভাগ্য যে, শিহাব শাহীনের মতো একজন নির্মাতার নির্দেশনায় কাজ করছি। রোমান্টিক নাটকে আমাকে রোমান্টিকভাবে উপস্থাপনটা তিনিই করেছেন সঠিকভাবে। নিজেকে কীভাবে রোমান্টিক গল্পে উপস্থাপন করতে হয় সেটি তার কাছ থেকেই শেখা। লিপস্টিক নাটকটির গল্প দর্শকের ভালো লাগবে।’
বিডিপ্রতিদিন/ ০৩ জানুয়ারি, ২০১৮/ ই জাহান