বলিউড অভিনেতা সালমান খানের সঞ্চালিত অনুষ্ঠান ‘বিগ বস-১১’ প্রায় শেষ পর্যায়ে। গ্র্যান্ড ফিনালের আগে ‘টাস্ক’-এর জন্য মুম্বাইয়ের একটি শপিং মলে নিয়ে যাওয়া হয় বিগ বসের ৫ ফাইনাটিস্টকে। আর সেখানেই হেনস্তার শিকার হতে হয়েছেন হিনা খান।
ভারতীয় গণমাধ্যমে খবর, মুম্বইয়ের ভাসির ওই শপিং মল-এ যান হিনা খান ছাড়াও বিগ বসের আরও ৪ ফাইনালিস্ট লাভ তেয়াগি, বিকাশ গুপ্তা, পুনেশ শর্মা ও শিল্পা শিন্দে। আর সেখানে পৌঁছানো মাত্রই দর্শকরা তাদের গাড়ি ঘরে ধরে।
শুধু তাই নয়, শপিং মল-এ ঢোকার পর সেখানে গিয়ে কীভাবে ‘টাস্ক’ শেষ করবেন, তা বুঝে ওঠার আগেই সেখানকার মানুষ ঘিরে ধরেন তাঁদের। শুধু তাই নয়, হিনা খান-এর চুল ধরেও টান দেওয়া হয় সেখানে। চুলে টান পড়ার পরই চিৎকার করে ওঠেন তিনি। এরই মধ্যে ইন্টারনেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে সেই দৃশ্য।
বিডি-প্রতিদিন/০৭ জানুয়ারি, ২০১৮/মাহবুব