গোল্ডেন গ্লোবের এবারের আসরে আমন্ত্রিত সব অতিথি যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন কালো পোশাক পরে। অভিনেতা জেমস ফ্রাঙ্কোও তাদের একজন। মিউজিক্যাল অথবা কমেডি বিভাগে ৭৫তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছেন।
কিন্তু সেই আনন্দটা খুব বেশি সময় আর উপভোগ করতে পারলেন না। এবার'দ্য ডিজাস্টার আর্টিস্ট' খ্যাত এই তারকার বিরুদ্ধেও যৌন হয়রানির অভিযোগ উঠেছে।
গোল্ডেন গ্লোবে পুরস্কার হাতে আবেগাপ্লুত জেমস ফ্রাঙ্কো
টুইটারে 'টাইমস আপ' (নারীদের হয়রানি হওয়ার সময় শেষ) হ্যাশট্যাগ দিয়ে অভিনেত্রী ভায়োলেট প্যালে লিখেছেন, 'ভালোই জেমস ফ্রাঙ্কো। তুমি যেবার গাড়ির মধ্যে আমার মাথা চেপে ধরেছিলে এবং তোমার গোপনাঙ্গ দেখিয়েছিলে ওই সময়ের কথা মনে পড়েছে।
তুমি আমার এক বন্ধুকে তোমার হোটেল কক্ষে যেতেও প্রলুব্ধ করেছিলে, তখন তার বয়স ছিল ১৭। ' সূত্র: এনওয়াই ডেইলি নিউজ
বিডি প্রতিদিন/৯ জানুয়ারি, ২০১৮/ফারজানা