সম্প্রতি ভিন্ন রকম গল্প নিয়ে তৈরি নাটকে জুটি হয়ে পর্দায় আসছে ইরফান সাজ্জাদ ও সাবিলা নূর। নির্মাতা পারভেজ আমিনের 'অনুর প্রজাপতির রং সাদা' নাটকে দেখা যাবে এই জুটিকে।
নাটকে তিথি চরিত্রে অভিনয় করেছেন সাবিলা। আর অর্ণব নামের (সাজ্জাদ) ছেলেটি প্রায়ই তার পিছু নিতে দেখা যায়।
তিথির জীবন প্রায় অতিষ্ঠ করে তোলে ছেলেটি। তিথি অনেক দিন চুপ করেই ছিল। কিন্তু অবশেষে আর না পেরে তাকে সবার সামনেই বকা দেয়। কিছুদিন থেমে আবার একই ঘটনার পুনরাবৃত্তি। কিন্তু সে পুরোপুরি নাছোড়বান্দা। একদিন এক অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে সবার সামনেই অর্ণবের গালে চড় বসিয়ে দেয় তিথি। ওইদিনের পর থেকে অর্ণব আর তিথির পিছু নেয় না। এরপর ঘটনা মোড় নেয় অন্যদিকে।
নাটকটি লিখেছেন মহিউদ্দীন আহমেদ। ঢাকার উত্তরায় বিভিন্ন লোকেশেন এর শুটিং হয়। এতে আরও অভিনয় করেছেন রোকেয়া রফিক বেবি। একটি বেসরকারি টিভি চ্যানেলে অচিরেই নাটকটি প্রচার হবে।
বিডি প্রতিদিন/১৪ জানুয়ারি ২০১৮/আরাফাত