বন্ধু ফুয়াদ আল মুক্তাদিরের সংগীতে ‘চলো না’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ। খবরটি শোনার পর থেকে গানটির ভিডিওর অপেক্ষায় ছিলেন দু'জনের ভক্তরা। ভক্তদের সেই অপেক্ষার পালা এবার শেষ হলো।
গত শুক্রবার রাতে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটির অফিসিয়াল ভিডিও প্রকাশ পেয়েছে। লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে গানটির প্রতি নিজেদের ভালোলাগার কথা জানাচ্ছেন সবাই। যা নিয়ে দারুণ আনন্দিত হাবিব ওয়াহিদসহ গানটির সঙ্গে নিযোজিত পুরো টিম।
২০১৮ সালে এটিই হাবিব ওয়াহিদের প্রথম ধামাকা! যেটির শুটিং হয়েছে শ্রীলঙ্কার বিভিন্ন মনোরম লোকেশনে। নন্দিত গীতিকার আসিফ ইকবালের লেখা গানটির ভিডিও নির্মাণ করেছেন সময়ের জনপ্রিয় নির্মাতা তানিম রহমান অংশু। ভিডিওতে হাবিবের সঙ্গে মডেল হয়েছেন শার্লিনা হোসেন।
হাবিব ওয়াহিদ বলেন, “আমার বিশ্বাস দিন যাওয়ার সাথে সাথে গানটি চারিদিকে আরো ছড়িয়ে যাবে।”
বিডি-প্রতিদিন/১৪ জানুয়ারি, ২০১৮/মাহবুব