সৈকত নাসির পরিচালিত তৃতীয় সিনেমা 'পাষাণ' ছবিটির প্রথম ঝলক প্রকাশ করা হয়েছে। এতে অস্ত্র হাতে মারমুখী ভঙ্গিতে হাজির হয়েছেন চিত্রনায়ক ওম। তার পিছু পিছু সাংবাদিক বিদ্যা সিনহা মিম। সম্প্রতি সেন্সরে জমা দেয়া হয়েছে ছবিটি। শীঘ্র এটি প্রদর্শিত হবে বলে জানা গেছে।
২০১৬ সালের শেষের দিকে রাজধানীর উত্তরায় সিনেমাটির শুটিং শুরু হয়। এরপর মংলা সমুদ্রবন্দরসহ দেশের বিভিন্ন স্থানে এর দৃশ্যায়ন করা হয়। এর সংগীতায়োজন করেছেন কলকাতার আকাশ, শওকত আলী, ইমন বেলাল খান।
জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমায় মিশা সওদাগর, শিমুল খান, বিপাশা কবিরসহ আরও অনেকে অভিনয় করেছেন।
এর আগে সৈকত নাসির 'দেশা দ্য লিডার' ও 'হিরো ৪২০' সিনেমা দুটি পরিচালনা করেন। এর মধ্যে 'দেশা দ্য লিডার' চারটি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। ছবিটি পরিবেশনের দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া।
বিডি প্রতিদিন/১৫ জানুয়ারি, ২০১৮/ফারজানা