আমিশা প্যাটেল। বেশ কয়েক বছর ধরে বলিউডে তেমন কোনও সফল ছবির দেখা পাননি এ অভিনেত্রী। যদিও বলিউডে পা রেখেই 'হামরাজ', 'কাহো না প্যায়ার হ্যায়', মতো বেশ কিছু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছিলেন। ইদানীং নানা ধরনের বিতর্কের জন্ম দিয়ে চলেছেন এ অভিনেত্রী কখনো রাজনীতিে যোগদানের ঘোষণা। আবার কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে উষ্ণ ছবি পোস্ট করে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন তিনি। সেই ছবি ঘিরে তাঁকে বিদ্রুপ করেছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশ। ছবিতে কালো রঙের পোশাকে দেখা গিয়েছে আমিশাকে। আমিশার অনুরাগীরা ছবিতে দেখে উচ্ছ্বসিত। তাঁরা আমিশার সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ।
আবার সোশ্যাল মিডিয়ারই একাংশ আবার একেবারেই অসভ্য মন্তব্য করেছেন। তাঁদের কেউ কেউ নীতি পুলিশগিরি দেখিয়ে আমিশাকে পর্নস্টার হওয়ার পরামর্শ পর্যন্ত দিয়েছেন। আরও এমন অনেক মন্তব্য রয়েছে, যেগুলি উল্লেখ করাও সম্ভব নয়।
বিডিপ্রতিদিন/ ১৬ জানুয়ারি, ২০১৮/ ই জাহান