তামিলনাড়ু রাজ্যে ২১ ফেব্রুয়ারি নিজের রাজনৈতিক দলের নাম ঘোষণা করবেন ভারতের জনপ্রিয় অভিনেতা কমল হাসান। একইদিন দলের প্রচারণায় রাজ্য ব্যাপী সফর শুরু করবেন তিনি।
নিজের শহর রামানাথাপুরাম থেকে শুরু হওয়া এ সফর কয়েকটি ধাপে সম্পন্ন হবে। মঙ্গলবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন কমল হাসান নিজেই।
গত কয়েক বছর ধরে রাজনীতিতে প্রবেশের কথা জানিয়ে আসছিলেন কমল হাসান। অবশেষে এ বছর তার অভিষেকটা হয়েই যাচ্ছে। সূত্র : এনডিটিভি
বিডি প্রতিদিন/১৭ ডিসেম্বর, ২০১৭/ফারজানা