কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় ৪৮ ঘণ্টা জেল খেটে জামিনে মুক্তি পেয়েছেন সালমান খান। রায়ে তাকে ৫ বছরের কারাদণ্ড ও জরিমানা করা হয়। রায়ের আগে থেকে লাখো ভক্ত তার সমর্থনে সোচ্চার হন। পাশে ছিল বলিউড শিল্পী ও রাজনীতিবিদরাও। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সালমান।
সালমানের ভেরিফায়েড ফেসবুক পেজে সোমবার রাতে দেয়া স্ট্যাটাসে লেখা হয়, অশ্রুপূর্ণ কৃতজ্ঞতা। সব প্রিয় মানুষকে যারা আমার পাশে আছেন এবং কখনই আশা হারান না। পাশে থেকে ভালোবাসা ও সমর্থন দিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ। সৃষ্টিকর্তা আপনাদের ভালো রাখুক।
আগে থেকেই ধারণা করা হয়েছিল ২০ বছর আগের কৃষ্ণসার হরিণ শিকার মামলায় সালমানের ১ থেকে ৬ বছর জেল হতে পারে। বৃহস্পতিবার দেয়া রায়ে ৫ বছর জেল হয় সালমানের। বেকসুর খালাস পান সাইফ আলী খান, টাবু ও সোনালী বেন্দ্রে। রায়ের পরই সালমানকে নিয়ে যাওয়া হয় যোধপুর সেন্ট্রাল জেলে।
বিডি প্রতিদিন/৯ এপ্রিল, ২০১৮/ফারজানা