বলিউড অভিনেতা আমির খান। মি. পাফেকশনিস্ট খ্যাত এ অভিনেতাকে এবার দেখা যাবে মোগুল সিনেমায়। বলিউডের অন্যতম সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান ‘টি-সিরিজ’। এর প্রতিষ্ঠাতা গুলশান কুমারের বায়োপিক অবলম্বনে নির্মিত হচ্ছে মোগুল। আর সেখানে গুলশান কুমারের চরিত্রে দেখা যাবে আমির খানকে।
এ প্রসঙ্গে ‘টি-সিরিজ’ এর কর্ণধার ভূষণ কুমার জানান, ‘আমির সিনেমা বাছাইয়ের জন্য একটু সময় নেন। মোগুল সিনেমার জন্য আমিরকে প্রস্তাব দেয়া হয়েছে। তিনি নির্মাতাদের চিত্রনাট্যের কিছু জায়গায় পরিবর্তন করতে বলেন। চিত্রনাট্য পরিবর্তনের পর নির্মাতারা আমিরের সঙ্গে আলোচনা করেছেন। তিনি এটি পছন্দ করেছেন। তিনি সম্ভবত এতে অভিনয় করবেন।’
এর আগে সিনেমাটিতে প্রথমে এ চরিত্রের জন্য বেছে নেয়া হয় অভিনেতা অক্ষয় কুমারকে। তবে সিনেমাটি থেকে সরে যান এ অভিনেতা। এমনকি চুক্তির অর্থও ফেরত দেন তিনি। অক্ষয়ের পরিবর্তে এখন আমির খানকে দেখা যাবে বলে জানা গেছে। এছাড়া শোনা যাচ্ছে, অভিনয়ের পাশাপাশি সিনেমাটির সহ-প্রযোজক হিসেবেও থাকবেন আমির। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি নির্মাতারা।
দিল্লির একজন সাধারণ ফলের রস বিক্রেতার ঘরে জন্ম হয়েছিল গুলশান কুমারের। পরবর্তী সময়ে তিনি হয়েছিলেন মুম্বাইয়ের সংগীত জগতের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। ১৯৯৭ সালে এক মন্দিরের বাইরে গুলি করে হত্যা করা হয় তাকে। ২০০১ সালে বিনোদ জগদীপ নামের এক ব্যক্তি গুলশান কুমারের খুনি হিসেবে দোষ স্বীকার করেন।
বর্তমানে থাগস অব হিন্দুস্তান সিনেমার শুটিং করছেন এ অভিনেতা। এতে আরো অভিনয় করছেন অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ, ফাতিমা সানা শেখ প্রমুখ। সিনেমাটি পরিচালনা করছেন বিজয় কৃষ্ণ আচার্য। চলতি বছর দীপাবলী উপলক্ষে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
বিডিপ্রতিদিন/ ই-জাহান