বলিউডে এখন একটাই খবর শিরোনামে৷ দীপিকা-রণবীরে বিয়ে৷ গত পাঁচ বছর ধরে প্রেম করছেন, তবুও নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কখনই মুখ খোলেননি রণবীর সিং এবং দীপিকা পাডুকোন৷ কিন্তু কথায় বলে না, সত্যি কি আর বেশিদিন লুকিয়ে রাখা যায়। তেমনটাই প্রায়ই ঘটে এই দুই তারকার ক্ষেত্রে৷
শতচেষ্টার পরও লুকিয়ে রাখতে পারেন না নিজেদের ভালোবাসা৷ কখনও মিডিয়ার সামনে, কখনও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে, কোনও না কোনওভাবে ধরা পড়ে যায় তাদের প্রেম৷ সম্প্রতি, ইনস্টাগ্রামে পরিচালক করণ যোহর একটি ছবি পোস্ট করেন৷ সেই ছবিতে করণের সঙ্গে রয়েছেন দীপিকা৷ সেই ছবিতে ‘হাহা’ কমেন্ট করলেন রণবীর সিং৷
সেটাই স্বাভাবিক৷ করণের অন্যান্য ছবিতে কিন্তু নায়কের তেমন কোন কমেন্ট দেখতে পাওয়া যায়না৷ তবে এই ছবি দেখে রণবীরের হেসে কুপোকাত হওয়ার কারণ বোধহয় পরিচালকের ক্যাপশন৷ ছবিটি আসলে দেখে মনে হচ্ছে ক্যানডিড৷ খোস মেজাজে দু’জনকে দেখা যাচ্ছে ছবিতে৷
তবে করণের এই পোস্টটি একটু আলাদা৷ কারণ তিনি তার ফেমাস পাউটে পোজ না করে হাসছেন৷ আর ক্যাপশনে লিখেছেন, “Oh god am cheating on my pout!!!” এই লেখাতেই নিজের হাসি চেপে রাখতে পারলেন না রণবীর৷
ছবিটি আসলে শ্যুটিং সেটের৷ করণ এবং দীপিকা এখনও পর্যন্ত একসঙ্গে কোন কাজ করেননি৷ এই প্রথম একটি অ্যাড কমর্শিয়ালে একে অপরের সঙ্গে কাজ করবেন৷ সেই বিজ্ঞাপনের শ্যুটিংয়ে তোলা হয় ছবিটি৷
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর