নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের 'দেবী' বড় পর্দায় আসছে। এতে অভিনয় করেছেন জয়া আহসান, চঞ্চল চৌধুরী, অনিমেষ আইচসহ একঝাঁক তারকা। জয়া আহসানের 'সি তে সিনেমা'র প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস। মঙ্গলবার রাতে ছবিটির প্রথম ঝলক প্রকাশ করা হয়েছে।
ফেসবুকে জয়া আহসান 'দেবী'র প্রথম ঝলক প্রকাশ করে লিখেছেন, হুমায়ূন আহমেদের মিসির আলি চরিত্র আমাদের প্রতিটি বাঙালির সাথে ওতোপ্রোতো ভাবে জড়িয়ে। আমি গর্বিত মিসির আলিকে এই প্রথমবার রূপোলী পর্দায় নিয়ে আসতে পেরে। 'দেবী' মিসির আলি সিরিজের প্রথম গল্প, আমি বিশ্বাস করি মিসির আলি, রানু, নীলু ও আনিসদের সাথে আপনারা আবারও একাত্ম হতে পারবেন।
চঞ্চল চৌধুরী লিখেছেন, জীবনের খেলাগুলো জটিল অঙ্কের মত, কখনো সমাধান হয় ,আবার কখনো সমাধান হয়েও হয় না... এবার রহস্যের পর্দা উন্মোচন করা যাক!
বিডি প্রতিদিন/১১ এপ্রিল, ২০১৮/ফারজানা