বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। পর্দায় নানা লুকে তাকে দেখেছেন দর্শকরা। এবার বাঙালি বধূর রূপে হাজির হলেন এ অভিনেত্রী। আর জিরো সিনেমার শুটিং ফ্লোরের সেট থেকেই প্রকাশ্যে এসেছে সেই ছবি।
লাল বেনারসি শাড়ি, মাথায় টিকলি, কপালে লাল টিপ, গাঢ় লাল লিপস্টিকে বাঙালি বধূ হিসেবে দিব্যি মানিয়ে গিয়েছে শাহরুখের নায়িকাকে। হাতে আবার রয়েছে শাখা-পলা। ছবি প্রকাশ্যে আসতেই বলিউডে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে।
শোনা যাচ্ছে, শাহরুখের ‘জিরো’ ছবিতে বাঙালির চরিত্রে দেখা যাবে ক্যাটরিনাকে। সূত্রের খবর সত্যি হলে এই প্রথমবার ছবিতে বিদেশিনী কন্যাকে বাঙালিনীর চরিত্রে দেখা যাবে।
শাহরুখ-ক্যাটরিনা ছাড়াও পরিচালক আনন্দ এল রাইয়ের এ ছবিতে রয়েছে অানুশকা শর্মা, অভয় দেওল, তিগমাংশু ধুলিয়াকে। চমক থাকছে স্পেশ্যাল অ্যাপিয়ারেন্সেও। সালমান খান, দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায়, কাজল থেকে আলিয়া ভাট, করিশমা কাপুর, জুহি চাওলা- কে নেই বিশেষ চরিত্রের এই তালিকায়?
২০১৮ সালের বড়দিনের আগেই মুক্তি পাবে শাহরুখের এই বহু চর্চিত ছবি। এখন চলছে শেষ মুহূর্তের শুটিংয়ের কাজ।
বিডিপ্রতিদিন/ ই-জাহান