‘দাবাং’ ছবিতে অভিষেক হওয়ার পর রাতারাতি জনপ্রিয়তা ও সফলতা পাওয়া সোনাক্ষী সিনহাকে ক্যারিয়ারে আর পেছন ফিরে তাকাতে হয়নি। খুব অল্প সময়েই ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। সম্প্রতি ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি লাল রঙের নেটের গাউন পরা ছবি প্রকাশ করেন সোনাক্ষী। ছবিটিতে সোনাক্ষীর শারীরিক অবয়ব ফুটে উঠেছে। আর এতেই শুরু হয়েছে ভক্তদের সমালোচনার ঝড়।
দাবাং তারকা সোনাক্ষী অভিনীত সর্বশেষ ছবি ইত্তেফাক। এই ছবিটিসহ সম্প্রতি তার বেশ কিছু ছবি আশানুরূপ সাফল্য পায়নি। ফলে হঠাৎ করেই তার ক্যারিয়ারে ধ্স দেখা দিয়েছে। সমসাময়িক অনেকের বলিউড অবস্থান তার চেয়ে ভালো। তাই হিট ছবি না দিতে পেরে এখন শরীর প্রদর্শন করে সোনাক্ষী আলোচনায় থাকতে চাইছেন বলে অনেকে মন্তব্য করেছেন।
বিডি প্রতিদিন/১৩ এপ্রিল ২০১৮/এনায়েত করিম