এবারের বৈশাখে প্রকাশ করা হয়েছে 'এলোরে এলো বৈশাখ' শিরোনামের একটি গান। আকাশ নিবিরের লেখা ও সুরে গানটি গেয়েছেন শিল্পী শাহাজাহান সোহাগ। আর গানটির মিউজিক পরিচালনা করেছেন ডালিম মাহমুদ ও আলী আকতার রুনু। গানটি ইতিমধ্যে ডিটিভি এইচ.ডি’র ইউটিউব চ্যানেলের ব্যানারে বৈশাখের দিন থেকে দেখা যাচ্ছে।
প্রসঙ্গত, শাহাজাহান সোহাগ ‘ঘুড়ি তুমি কার আকাশে উড়ো’ খ্যাত লুৎফর হাসানের সুরে প্রথম অ্যালবাম ‘আমার পৃথিবী ছোট’এর মাধ্যমে গানের জগতে পা রাখেন। এরপর নজরুল, রবীন্দ্র সংগীতসহ প্রায় ১৫০ গানের সাথে কাজ করেন।
এছাড়াও গান গাওয়ার পাশাপাশি তিনি ‘মেট্রো লাইফ’ ধারাবাহিক ও মোশারফ করিম অভিনীত ‘বায়োস্কোপ ওয়ালা’ নাটকসহ বেশ কয়েকটি নাটক পরিচালনা করেছেন তিনি।
বিডি প্রতিদিন/১৭ জানুয়ারি, ২০১৮/ফারজানা