প্রত্যাবর্তন ঘটাচ্ছেন বলিউড অভিনেতা গোবিন্দ। ছবির নাম ‘ফ্রাই ডে’। ছবিতে গোবিন্দার সঙ্গে দেখা যাবে ‘ফুকরে’ খ্যাত বরুণ শর্মাকে। ২৫ মে মুক্তি পাচ্ছে ফ্রাই–ডে।
পরিচালক ‘ডলি কি ডোলি’ ছবির অভিষেক ডোগরা। গোবিন্দা এবং বরুণের জুটিতে এই কমেডি ফিল্ম দর্শকদের ভাল লাগবে বলেই মনে করছেন অভিষেক। ইতিমধ্যে পোস্টার রিলিজ হয়েছে এই ছবির। ভাল সাড়াও মিলেছে।
শেষ যে দু’বার গোবিন্দাকে রুপোলি পর্দায় দেখা গিয়েছিল, তার মধ্যে একটি ছিল ডেভিড ধাওয়ানের ‘পার্টনার’। সালমান খানের সঙ্গে জুটি বেঁধে সুপারহিট হয়েছিল সেই ছবি। আর একটি ছবি ‘কিলদিল’।
ছবিটি সেভাবে ব্যবসায়িক সাফল্য না পেলেও সেই ছবিতে খলনায়কের চরিত্রে গোবিন্দার অভিনয় প্রশংসিত হয়েছিল।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর